প্রধানমন্ত্রীর ভারত সফর: দুই দেশের সমঝোতা নিয়ে যে-সব ঘোষণা এল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার (২১ জুন) বিকেলে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২২ জুন) নয়া দিল্লির হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক এবং কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উভয় পক্ষ তাদের জনগণ ও দেশের উন্নতির জন্য পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
শেখ হাসিনা জানান, তারা সমঝোতা স্মারক সম্পাদন করেছেন, বেশ কয়েকটি নবায়ন করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য ঘোষণা দিয়েছেন।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ফলাফল হিসেবে দুই দেশের মধ্যকার বিভিন্ন সমঝোতা ও ঘোষণার কথা উল্লেখ করা হয়।
এ তালিকায় রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নতুন পরিবহন ও রেল পরিষেবা চালু, নদী ও পানিবণ্টন বিষয়ক আলোচনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ১৩টি ঘোষণা।
ঘোষণাগুলো হলো:
১| বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিদের জন্য ই-ভিসা
২| রংপুরে ভারতের নতুন সহকারী হাইকমিশন স্থাপন
৩| রাজশাহী এবং কলকাতার মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালু করা
৪| চট্টগ্রাম এবং কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু করা
৫| গেদে-দর্শনা এবং হলদিবাড়ি-চিলাহাটির হয়ে ডালগাঁও পর্যন্ত মালবাহী রেল পরিষেবা চালু
৬| অনুদান সহায়তায় সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (ইনল্যান্ড কনটেইনার ডিপো) নির্মাণ
৭| ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির সূচনা
৮| গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ কারিগরি কমিটি
৯| বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের জন্য বাংলাদেশে ভারতীয় কারিগরি প্রতিনিধিদলের সফর
১০| বাংলাদেশ পুলিশের অফিসারদের জন্য ৩৫০টি প্রশিক্ষণ স্লট
১২| ইন্দো-প্যাসিফিক ওশানস ইনিশিয়েটিভে বাংলাদেশের যোগদান
১৩| ইউপিআই চালু করার জন্য এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে বাণিজ্যিক চুক্তি