সরিয়ে দেওয়া হলো আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে, ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।
আজ রোববার (২৩ জুন) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরপি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে— কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
ছেলের 'ছাগলকাণ্ডে' আলোচিত এই এনবিআর কর্মকর্তা রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি- এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে আজ (২৩ জুন) তাকে ব্যাংকের পর্ষদ সভায় যোগ দিতে নিষেধ করা হয়েছিল বলে জানায় সূত্র।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শেষের দিকে তাকে পরিচালকের পদ থেকে অপসারণ করা হতে পারে।
সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন, আজ সকাল ১১টায় অনুষ্ঠিত পর্ষদ সভায় মতিউরকে যোগ না দিতে আগেই বলা হয়েছিল।
তবে তিনি বৈঠকে যোগ দিয়েছেন কি–না তা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মৌখিকভাবে সোনালী ব্যাংককে জানিয়েছে, মতিউর রহমান যেন আজকের বোর্ড মিটিংয়ে উপস্থিত না হন।
এর পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকও মতিউর রহমানকে সভায় যোগ না দেওয়ার ব্যাপারে পরামর্শ দেয়।
এদিকে, মতিউর রহমানকে অপসারণ করা হবে কি–না, সে বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থমন্ত্রী বর্তমানে ভিয়েনায় অবস্থান করায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আগামী ২৭ জুন মন্ত্রী দেশে ফেরা পর্যন্ত মতিউর রহমান পদে বহাল থাকবেন।
এর আগে, গত ৪ জুন অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।