ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক স্থগিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ (৪ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজকের সভা বাতিল করা হয়েছে। সভার পরবর্তী সম্ভাব্য তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।"
একইসাথে নিজেদের যৌক্তিক দাবী না মানা পর্যন্ত সার্বজনীন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা। তিনি বলেন, "এই আন্দোলন এখানে বসে থাকা শিক্ষকদের নয়। ভবিষ্যতের শিক্ষকদের জন্য। এভাবে দিনের পর দিন হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ আটকে রাখা যাবে না। আমরা এই সমস্যার সমাধান করব।"
জিনাত হুদা আরও বলেন, "আমরা একটি ইতিবাচক সমাধানের জন্য আশাবাদী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রীয় কিছু কাজ থাকায় তিনি মিটিং ঠিক করতে পারেননি। তিনি আমাদের সাথে বসবেন বলে জানিয়েছেন।"
এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও স্থগিত করা হয়েছে। শিগগিরই তা অনুষ্ঠিত হবে বলে আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজামুল হক ভূঁইয়া বলেন, "আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা রবিবার থেকে আবারও আন্দোলন শুরু করব। শুক্র ও শনিবার কোনো বিক্ষোভ হবে না।"
বাংলাদেশ ছাত্রলীগের মধ্যস্থতায় আজ ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখা করার কথা ছিল।
সোমবার (১ জুলাই) থেকে শুরু হওয়া শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশব্যাপী ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা তাদের ৩ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাসে না ফেরার অঙ্গীকার করেছেন।
এদিকে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রত্যয় স্কিমের বিষয়টি স্পষ্টীকরণ করেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।