বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু
বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। আজ রবিবার বিকাল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, অলোক, নরেশ, রঞ্জিতা, অতশী। এছাড়াও শহরের ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে রয়েছে আরেক নারীর মরদেহ। তার নাম জানা যায়নি।
জানা গেছে, বিকাল ৫টায় সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। পথে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় স্টিলের তৈরি রথের গম্বুজটি রাস্তার ওপরে থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সাথে সাথে তারে আগুন ধরে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ৩৯ জন আহত হন। পরে শজিমেক হাসপাতালে নেওয়া পর তিনজন মারা যান।
বর্তমানে ৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন শজিমেক হাসপাতালের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পরপর বগুড়া পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকেই হাসপাতালে যান।