৩ মাসে টিকটক বাংলাদেশ থেকে প্রকাশিত ৭১.৮ লাখ ভিডিও সরিয়ে দিয়েছে
ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক -তার সর্বশেষ ত্রৈমাসিক বিবৃতিতে জানিয়েছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন লঙ্ঘন করায় বছরের প্রথম তিন মাসে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ৭১ লাখ ৮০ হাজার ভিডিও সরিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, অপসারিত কনটেন্টগুলোর মধ্যে ৯৯.৪ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণ করা হয়েছে। এর মধ্যে ৯৪ শতাংশ ভিডিও আপলোডের ২৪ ঘন্টার মধ্যেই সরানো হয়েছে।
২০২৪ সালের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী প্রায় ১৭ কোটি কনটেন্ট অপসারণ করেছে টিকটক, যা টিকটকে প্রকাশিত ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।
প্ল্যাটফর্মের প্রতিবেদন অনুযায়ী, তবে অপসারণের পর যাচাই-বাছাই করে ফের প্রায় ৬০ লাখ ভিডিও টিকটকে ফিরিয়ে আনা হয়েছে বা রিস্টোর্ড করা হয়েছে।
অন্যদিকে, বিশ্বজুড়ে ৯৭ কোটির বেশি কমেন্ট (মন্তব্য) সরানো হয়েছে। এ সংখ্যাচলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট প্রকাশিত মন্তব্যের ১ দশমিক ৬ শতাংশ।
এছাড়া জানুয়ারি-জুনে মোট লাইভ স্ট্রিমিংয়ের ১.৭ শতাংশ স্থগিত করা হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় ১.৩ শতাংশ বেশি।
টিকটক চীনা ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি একটি জনপ্রিয় ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম।