পিএসসির প্রশ্নফাঁস: অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় গতকাল সোমবার (৮ জুলাই) রাতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব আব্দুল আলীম খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানাকে। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।
কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বেসরকারি একটি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে বিসিএস-সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ঐ প্রতিবেদনে বলা হয়, পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত রয়েছেন।
সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৪০- ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরমধ্যে আটক ১৭ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে সরকারি কর্ম কমিশন আইনে মামলা দায়ের করে সিআইডি।
আজ মঙ্গলবার (৯ জুলাই) সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস এর উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন।