রেলওয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে: পিএসসি চেয়ারম্যান
গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের 'উপসহকারী প্রকৌশলী' পদে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে– তা বাতিল করা হবে বলে জানিয়েছেন সরকারী কর্ম কমিশন (পিএসসি)-র চেয়ারম্যান সোহরাব হোসাইন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) পিএসসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পিএসসির যুগ্ম-সচিব আব্দুল আলীম খানকে। আর কমিটির সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা এবং সদস্যসচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, "এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁস হয়, তাহলে অবশ্যই বাতিল হবে।"
"তবে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। আমি একা কিছু বলতে পারব না। চেয়ারম্যানসহ ২১ জনের কমিশনের মধ্যে বর্তমানে আছেন ১৬ জন। কাজেই যেকোনো সিদ্ধান্ত কমিশন নিবে" - যোগ করেন তিনি।
এসময় তিনি প্রশ্নপত্র ফাঁসের সুযোগ কম বলেও দাবি করেন। বলেন, "যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে অনুসন্ধানে উঠে আসে বিসিএস-সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনা।
গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের 'উপসহকারী প্রকৌশলী' পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত রোববার পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এদের মধ্যে রয়েছেন, পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম।
প্রশ্ন ফাঁসে সংশ্লিষ্টতার অভিযোগে ৪০- ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস এর উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার পিএসসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। একইসঙ্গে বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ারও দাবি জানান।