কোটা বাতিলের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে। এর আগে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে জমায়েত হতে শুরু করেন তারা।
আজ (বুধবার) বেলা ১১টা থেকে বিভিন্ন হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা জমায়েত হয়েছিল। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে দুপুর ১২টা ২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাবির সমন্বয়কদের অন্যতম আশিক উল্লাহ মুহিব জানান, বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আপিলের শুনানি পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করবেন। সেখানে আপিলের শুনানি পর্যন্ত অবস্থান নেবেন। শুনানি যদি পক্ষে যায় তাহলে তারা আন্দোলন স্থগিত করে নেবেন। পক্ষে না গেলে সংবাদ সম্মেলন করে তারা তাদের অবস্থান জানাবেন।
এদিকে সারাদেশে সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে অবস্থান নেয়।
এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ হয়ে অন্যান্য রুটে যান চলাচল ইতোমধ্যেই বন্ধ হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।
অন্যদিকে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড- এর কেন্দ্রীয় কমিটি ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে শান্তি সমাবেশ শুরু করেছে।