২৪ ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশন ডেকে দাবি মানতে হবে, মামলা প্রত্যাহারেও সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময়ের মাঝে শাহবাগ থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়। একইসাথে দাবি মানা না হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।
আন্দোলনের সমন্বয়ক নাহিদ হোসেন বলেন, "আইন বিভাগের মাধ্যমে যথাযথ আইনের মাধ্যমে এই কোটা সংস্কার করতে হবে। সরকার প্রথম থেকে হস্তক্ষেপ করলে আন্দোলন এতদূর আসতো না।"
তিনি আরও বলেন, "সরকার যেহেতু হস্তক্ষেপ করে নাই তাই দেশে সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে এসেছি। আমরা চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে দৃশ্যমান কোন অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।"
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সমন্বয়ক বঙ্গভবনে পুলিশি পাহারায় প্রবেশ করে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় তাদেরকে হকি স্টেডিয়ামের মোড়ে নিয়ে আসা হয়।
আজ (রোববার) বেলা ২টা ৪০ মিনিটের দিকে গণ পদযাত্রা থেকে তারা বঙ্গভবনে পুলিশি প্রহরায় প্রবেশ করেন। এসময় গণ পদযাত্রার মিছিল মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা ১টা ৪৫ এর দিকে বায়তুল মোকাররম এর সামনের পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে অগ্রসর হয়েছিল। ফলে বঙ্গভবনের সামনে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। একইসাথে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়।
এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। একইসাথে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়।