মধ্যরাতে বিক্ষোভ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে! প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে হল থেকে বেরিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় 'আমি কে তুমি কে, রাজাকার রাজাকার' এমন স্লোগানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে বিক্ষোভ শুরু করেন।
'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কে বলেছে কে বলেছে সরকার সরকার' — এমনসব স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলন শেষে রাতে দেড়টার পর আস্তে আস্তে হলে ফিরে যান বিক্ষোভকারীরা। আগামীকাল সাড়ে দশটায় লাইব্রেরির সামনে আন্দোলনকারীরা আবার জমায়েত হবেন বলে জানা গেছে।
বিক্ষোভের সময় ছাত্রীদের হলে তালা মারলে আন্দোলনরত শিক্ষার্থীদের একদল তালা ভাঙতে সেখানে যান এমন অভিযোগও পাওয়া গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, "এতদিন কোটা সংস্কারের জন্য আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন করছিলাম। কিন্তু সরকার আমাদেরকে শান্ত থাকতে দেয়নি। আমরা আজকেও জেলা প্রশাসকের কার্যালয়ে শান্তশিষ্ট হয়ে স্মারকলিপি প্রদান করেছি। একটি গণতান্ত্রিক বাংলাদেশে অধিকার আদায়ের কথা বললে রাজাকার হতে হয়েছে।"