হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাহার ও হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।
আজ বুধবার দুপুর পৌনে ১২টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে 'ভুয়া, ভুয়া' বলে স্লোগান দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। আমরা প্রশাসনের এই সিদ্ধান্ত মানি না। আমরা হলে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাস আমাদের দখলে। ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন হল ও আশেপাশের মেস থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে জড়ো হন। এরপর একটি মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।
এদিকে প্রশাসনের হল ছাড়ার নির্দেশনায় অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা গেছে।
হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীরা জানান, হলে বিদুৎ ও পানি থাকবে না এমন ঘোষণার পর তারা হল ছাড়ছেন। আর কাম্পাসে নিরাপত্তাও নেই।
বেলা সাড়ে ১১টায় শহীদ হবিবুর রহমান হল ছেড়ে আসতে দেখা যায় বাংলা বিভাগের শিক্ষার্থীকে অসিত বর্মণকে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে হল ছাড়ছি। বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়েছে। তিন ভাগের এক ভাগ শিক্ষার্থীও হলে নেই।
বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, হলে বিদ্যুৎ পানি থাকবে না শোনার পর হল ত্যাগ করেছি।