কোটা নিয়ে আপিল শুনানি আগামী রবিবার
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রবিবার (২১ জুলাই) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি হবে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন।
এর আগে আগামী রবিবার আপিল শুনানির জন্য আবেদন করেন অ্যাটর্নি জেনারেলর এএম আমিন উদ্দিন।
চেম্বার জজের নির্দেশনার পর আপিল বিভাগের রবিবারের দৈনন্দিন মামলার কার্যতালিকায় এ বিষয়টি শুনানির তালিকার ৩ নম্বরে রাখা হয়েছে বলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়।
আজ বিশেষ চেম্বার আদালতে সরকারের পক্ষে দ্রুত মামলাটি শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এ বিষয়ে এ এম আমিন উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, `রবিবার সকাল ১০টার মধ্যেই এই আপিল শুনানি অনুষ্ঠিত হতে পারে। অগ্রাধিকারের ভিত্তিতে আপিলটি শুনানি করবেন আপিল বিভাগ।'