মালয়েশিয়া যেতে না পারা ৭০% কর্মী তাদের টাকা ফেরত পেয়েছেন: প্রতিমন্ত্রী
রিক্রুটিং এজেন্সিগুলো সঠিক সময়ে টিকিট দিতে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া যেতে না পারাদের ৭০% তাদের অভিবাসন ব্যয় বাবদ জমা দেওয়া টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশি নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূতের সাথে মন্ত্রণালয়ে এক বৈঠকের পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
এসময় তিনি বলেন, 'এজেন্সিগুলো জানিয়েছি যে ইতোমধ্যে ৭০% লোক তাদের টাকা ফেরত পেয়েছেন। বাকিরাও খুব শিগগিরই পেয়ে যাবেন।'
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে প্রায় ১৭ হাজার অভিবাসনপ্রত্যাশী কর্মী ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিংয়ে (বিএমইটি) ক্লিয়ারেন্স কার্ড থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেননি। মালয়েশিয়া সরকার সব বিদেশি কর্মীদের (নতুন নিয়োগপ্রাপ্ত) সে দেশে পৌঁছানোর ডেডলাইন দিয়েছিল ৩১ মে।
আগের কোটা শেষ হয়ে যাওয়ার পরে মালয়েশিয়া আর নতুন করে বাংলাদেশ থেকে কোনো কর্মী নিচ্ছে না।
কবে আবার শ্রমবাজার খোলা হবে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, 'দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে আগামী মাসে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।'