দেশে আজ সন্ধ্যা পর্যন্ত বিঘ্নিত হতে পারে ইন্টারনেট পরিষেবা
কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডাব্লিউই-৪) রক্ষণাবেক্ষণের কারণে, দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা আজ (২৭ জুলাই) সাময়িক ইন্টারনেট স্লোডাউন বা নেটওয়ার্ক বাধার সম্মুখীন হতে পারেন।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য ইন্টারনেটের গতিতে বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার থেকে সিঙ্গাপুরের সাথে এসইএ-এমই-ডাব্লিউই-৪-এর মাধ্যমে সংযুক্ত সার্কিটের পরিষেবা এ সময়ে সাময়িকভাবে ব্যাহত হবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর তথ্য অনুযায়ী, দেশে ইতোমধ্যেই বন্ধ মোবাইল ডেটা পরিষেবা এবং সংযোগ বিচ্ছিন্ন ক্যাশ সার্ভারের কারণে সৃষ্ট ধীরগতির ইন্টারনেট পরিষেবা নতুন করে নেটওয়ার্ক বাধার সম্মুখীন হয়েছে।
এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলার সময় আইএসপিএবি সভাপতি মো এমদাদুল হক বলেন, দুটি ঘটনা একসাথে ঘটায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি স্বাভাবিকের প্রায় এক-পঞ্চমাংশে নেমে এসেছে।
তিনি বলেন, "মোবাইল ইন্টারনেট এবং সংযোগ বিচ্ছিন্ন ক্যাশ সার্ভারগুলো পুনরায় চালু না করলে ব্রডব্যান্ডের গতি বাড়বে না। এ মুহূর্তে সারা দেশে সমস্ত কেবল ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করার সাথে সাথে সমগ্র ব্রডব্যান্ড-ব্যান্ডউইথ ক্ষমতা শেষ হয়ে গেছে।"