বিকাল ৩টা থেকে চালু হবে মোবাইল ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে সিদ্ধান্ত ৩১ জুলাই: পলক
আজ বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম আবার চালুর বিষয়ে ৩১ জুলাই জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
আজ (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অভ মোবাইল টেলিকম অপারেটরস অভ বাংলাদেশ-এর (অ্যামটব) সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বৈঠকের পর এ কথা জানান প্রতিমন্ত্রী।
এছাড়াও সব অপারেটরের ব্যবহারকারীরা ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলে জানান পলক। এ ডাটার মেয়াদ থাকবে আগামী তিন দিন।
ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ব্যবহারকারীদের অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে পলক বলেন, গতকাল (২৮ জুলাই) ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়েছে। সহিংসতায় কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। জবাব দেওয়ার জন্য তাদের ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
পলক বলেন, তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে পরদিন ১৮ জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও।
পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট এতদিন বন্ধই ছিল।
এর আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেছিলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ৭০ শতাংশ সার্ভার থাকে। দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজির) মধ্যে ১৮টির ডেটা এই তিনটি ডেটা সেন্টারে হোস্ট করা। তারা জানতে পেরেছেন, ঢাকা-চট্টগ্রাম রুটের কাঁচপুরে সাবমেরিনের কিছু ক্যাবল ওপরের দিকে ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।