চট্টগ্রামে পুলিশের বাধা পেরিয়ে আদালত চত্বরে বিক্ষোভকারীরা
হত্যা, গ্রেফতার ইত্যাদির প্রতিবাদে আজ (বুধবার) সারা দেশে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারই অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সেখানে পুলিশের বাধা পেরিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেছে। তাদের সঙ্গে যোগ দেন বিএনপিপন্থী আইনজীবীরাও।
সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, "আমি শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। আমি পুলিশ প্রশাসনের সাথে সমিতির পক্ষ থেকে কথা বলেছি। তাদের বলেছি যে, এখানে কোন বিশৃঙ্খলা হবে না।"
এদিকে চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইফতেখার সাইমুম চৌধুরী বলেন, "আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে রয়েছি। আন্দোলনকারীরা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না।"
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এএস মাহতাব উদ্দিন, কোতয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক। তবে তারা আন্দোলন নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।