মার্চ ফর জাস্টিস: হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ৭ শিক্ষার্থীকে আটকের পর বেশিরভাগকেই ছেড়ে দিল পুলিশ
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, 'মার্চ ফর জাস্টিস' বিক্ষোভ চলাকালে আজ বুধবার (৩১ জুলাই) হাইকোর্ট প্রাঙ্গণ থেকে অন্তত সাত শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে অবশ্য তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির আগে আজ হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। তবে হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় শুনানি মুলতবি করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিকালে আইনজীবী ও শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর ও আদালত প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এসময় হাইকোর্টের আইনজীবীদের একটি দলও যুক্ত হন। হাইকোর্টের ভিতর দিয়ে আসা একটি মিছিলও পরে যুক্ত হয় আন্দোলনকারীদের সাথে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাইকোর্টের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আইনজীবীদের আদালত প্রাঙ্গণে আটকে দেন।
এ সময় আইনজীবীরা প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
হাইকোর্টের সামনে বিক্ষোভকারীরা দুুপুর সাড়ে তিনটা পর্যন্ত বিক্ষোভ করেন।
এসময় হাইকোর্টের সামনে বিপুলসংখ্যক পুলিশও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। এসময় তাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও ছিলেন।
বিক্ষোভকারীরা 'উই ওয়ান্ট জাস্টিস' বলে স্লোগান দিতে দিতে মিছিল বের করেন।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মনামী।