৩ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম
সমুদ্রের নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাতে ডুবেছে চট্টগ্রাম নগরী।
বুধবার (৩১ জুলাই) দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় নগরীতে। এদিন সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে। এমন অবস্থায় ৩ নম্বর সংকেত এবং নদী ও সমুদ্র বন্দরের জন্য ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আলী আকবর খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিনি আরো জানান, "বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ মিলিমিটার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ২৭ মিলিমিটার এবং বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।"
"আগামীকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভবনা আছে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে," যোগ করেন তিনি।
এদিকে টানা ও ভারী বৃষ্টিপাতের মধ্যে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল ডুবে গেছে। সড়কের পাশাপাশি আবাসিক এলাকা, অলিগলিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।