ছবিতে বিক্ষোভের ঢাকা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতা ও সংঘর্ষে হত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে আজ (২ আগস্ট) উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা।
শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানে সাড়া দিয়ে শাহবাগে জড়ো হয়েছেন শত শত মানুষ
কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে আজ শাহবাগে জড়ো হয়েছেন শত শত মানুষ। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অভিমুখে মিছিল করেন।
বৃষ্টির মধ্যেই রাজধানীর উত্তরা ও আফতাবনগরে শিক্ষার্থীদের মিছিল
আজ (২ আগস্ট) বৃষ্টির মধ্যেই রাজধানীর উত্তরা ও আফতাবনগরে সকালে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে বৃষ্টিতে ভিজে উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় শিক্ষার্থীদের অনেকেই পরনে স্কুলের ইউনিফর্ম ছিল।
এছাড়া সকাল সাড়ে ১১টার পরে আফতাবনগরে মিছিল বের করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে রামপুরা ব্রিজ পেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে সমাবেশ করেন তারা।
বৃষ্টির মধ্যেই নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের সমাবেশ
ছাত্র আন্দোলনে হত্যার প্রতিবাদ ও নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিরুদ্ধে গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির আবাহনী মাঠের সামনে সমাবেশে লিখিত বক্তব্যে শিল্পী সমাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় অবিচার, অনাচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য বলে উল্লেখ করা হয়।
শিল্পী ও থিয়েটার কর্মী ছাড়াও লেখক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ ও অভিভাবকগণ মিলে বৃষ্টি উপেক্ষা করে এই সমাবেশে যোগ দেন।
ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠি
ছাত্র হত্যার প্রতিবাদে আজ সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠি। সমাবেশে সাংস্কৃতিক কর্মীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তি করেন।
সমাবেশ চলাকালে বক্তারা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকে উপেক্ষা করে সহিংসতার উপযোগী পরিবেশ সৃষ্টির অভিযোগ তোলেন। তারা বলেন, ছাত্র ও নাগরিক হত্যার দায় সরকারকেই নিতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গায়েবানা জানাযা ও গণমিছিল
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গায়েবানা জানাযা ও গণমিছিল করেছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নর্থ সাউথের ২ নং গেইট থেকে মিছিল নিয়ে বসুন্ধরা বি ব্লক হয়ে, এআইইউবি প্রদক্ষিণ করে আবার ২ নং গেইটে এসে শেষ করেন।
এর আগে ২ নং গেইটে গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে এসময় বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবক একাত্মতা পোষণ করে গণমিছিলে অংশগ্রহণ করেন।