বাংলাদেশ পুলিশ জনগণের উত্থাপিত সমস্যা ও দাবি যৌক্তিকভাবে সমাধান করবে: আইজিপি
বাংলাদেশ পুলিশের সদস্যরা জনগণের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবি যুক্তিসঙ্গতভাবে সমাধান করবে এবং এ কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) তিনি গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে বলেছেন, 'আমরা আশা করছি খুব শিগগিরই বর্তমান পরিস্থিতির সমাধান হবে।'
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে উদ্দেশ করে আইজিপি তাদের পুলিশকে আক্রমণ করা এবং পুলিশ স্থাপনা ভাঙচুর করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি পুলিশকে ধৈর্য্য ও সুস্থ মানসিকতার সাথে এবং নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, 'আমরা আহত এবং হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ কর্মকর্তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করব।'
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ও তাদের স্থাপনা রক্ষা ও সুরক্ষায় সহায়তা করছে।
পুলিশ সদর দপ্তর অবশ্য আইজিপি কোথা থেকে এ বক্তব্য রেকর্ড করেছেন তা প্রকাশ করেনি।