শপথ অনুষ্ঠানে যোগ দিতে অতিথিরা বঙ্গভবনে আসছেন
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। ছাত্রজনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের গাড়ি প্রবেশ করতে শুরু করেছে।
প্রধান ফটকে দেখা গেছে, সেনা সদস্যরা বঙ্গভবনে প্রবেশের জন্য আসা আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্র দেখে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।
আজ রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেবেন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে উপদেষ্টাদের আনতে সচিবালয় থেকে গাড়ি পাঠানো হয় প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের বাসভবনে। শপথ গ্রহণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পরে একটি বিএমডব্লিউ গাড়ি প্রধান উপদেষ্টাকে আনতে সচিবালয় থেকে বেরিয়ে যায়। এরপর অন্য উপদেষ্টাদের বাসভবনে যায় গাড়ি।
সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার বলেছেন, এ সরকারের উপদেষ্টা হতে পারে ১৫ জনের মত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথগ্রহণ হবে।