১৪-১৫ আগস্ট দেশব্যাপী বিএনপি’র অবস্থান কর্মসূচি
আগামী ১৪, ১৫ ও ১৬ আগস্ট দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোর সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় ও আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) শাহবাগ জাদুঘরে সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ সমিতির "সম্প্রীতির সমাবেশ"-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
সম্প্রীতি সমাবেশ রিজভী বলেন, আগামী ১৪ ও ১৫ আগস্ট সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপির নেতাকর্মীরা। ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালিত হবে। এদিন তার সুস্থতা কামনায় ও আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও হতাহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, এবং অন্যান্য ধর্মাবলম্বীরা উপাসনালয়ে প্রার্থনা করা হবে।
শাহবাগে হাজার খানেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সমাবেশ করেন। সমাবেশে তারা ভিন্ন ধর্মালম্বীদের হামলার ঘটনাকে ভারতীয় মিডিয়ার প্রাপাগান্ডা, ভারতীয় গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের মিথ্যাচার বলে মন্তব্য করেন। তারা মুসলিম সম্প্রদায়ের লোকজন মন্দির পাহারা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে রিজভী বলেন, "আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে, আমরা জানি এসব চক্রান্তকারীরা কারা, বাংলাদেশের সবাই তাদেরকে চিনে।"
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অব সাখাওয়াত হোসেনের সমালোচনা করে তিনি বলেন, "এই উপদেষ্টা যখন চট্টগ্রাম সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, তখন তিনি সরকারি গমচুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া তাকে মাফ করে দেন। এর প্রতিদান হিসেবে কি করেছেন। সেটা দেশের মানুষ জানেন। এখন ছাত্র জনতা হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মা তিনি। উনি এখন আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেন আর আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তাদের পা ভাঙার হুমকি দিচ্ছেন। আপনি তো লাশের উপর দিয়ে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। আপনি স্বৈরাচার শেখ হাসিনার দোসর, আপনি চান স্বাধীনতাকামীদের ঠ্যাং ভেঙে দিতে চান।"
এসময় দলের নেতাকর্মীরা সরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।