আন্দোলনে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করবে সরকার: আইন উপদেষ্টা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করবে সরকার। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এক্ষেত্রে ঢাকার মামলাগুলো আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে এবং ঢাকার বাইরের মামলাগুলো আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। আজ (বুধবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, "মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো তিন দিনের মধ্যে প্রত্যাহার করা সম্ভব হয়নি। কারণ পুলিশের সহযোগিতা প্রয়োজন। বর্তমানে সব থানাতে পুলিশ কার্যক্রম শুরু করেছে। ফলে মামলা প্রত্যাহার করা হবে এখন।"