সালমান এফ রহমান, আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের কোনো উকিল ছিল না। রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ১০ দিনই মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)।
এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে আনার খবরে আগে থেকেই আদালত প্রাঙ্গনে জড়ো হন সাংবাদিক ও আইনজীবীরা। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এদিকে আদালতে আনার পর উত্তেজিত জনতা তাদের দিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। একপর্যায়ে নিরাপত্তার কথা ভেবে অভিযুক্তদের আদালত কক্ষের লোহার খাঁচার ভেতরে নেওয়া হয়।