'শোক দিবস' উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জমায়েত; উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। শোক দিবস উপলক্ষে অনেকেই আজ (বৃহস্পতিবার) ধানমণ্ডির ৩২ নম্বরে আগুন পোড়া বাড়িটির প্রাঙ্গণে হাজির হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল যে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই দিবস উপলক্ষে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কিছু পরিলক্ষিত হয়নি।
এদিকে বঙ্গবন্ধুর বাসভবন সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেড দিয়েছে। আর শিক্ষার্থীদের বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে লোকজনের ফোন চেক করতে দেখা গেছে।