ভুক্তভোগীদের স্বচ্ছ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কমিটি গঠন করা হবে: আসিফ মাহমুদ
ভুক্তভোগীদের স্বচ্ছ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ বুধবার (১৫ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) আহতদের দেখতে গিয়ে আসিফ মাহমুদ ঘোষণা করেছেন, শিক্ষার্থী ও হাসপাতালের মধ্যে স্বচ্ছতা ও যোগাযোগ রক্ষার জন্য একটি নতুন স্বাস্থ্য কমিটি গঠন করা হবে এবং ভুক্তভোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে।
মাহমুদ বলেছেন, 'আমরা শিক্ষার্থীদের এবং সব হাসপাতালের মধ্যে যোগাযোগ বজায় রাখার জন্য একটি স্বাস্থ্য কমিটি গঠন করব, যাতে সমস্ত তথ্যের বিষয়ে স্বচ্ছতা এবং ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ চিকিত্সা নিশ্চিত করা যায়।'