প্রকৃত নেতা কখনো তার মানুষদের ছেড়ে যান না: রিজভী
সাহসী ও দেশপ্রেমিক সত্যিকারের নেতারা কখনোই তার দেশের মানুষ ও দলের সদস্যদের ছেড়ে যান না। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী হাসিনাকে 'পতিত স্বৈরাচার' আখ্যা দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি পালিয়ে যাওয়ার পর অনেক কথা বলছেন।
সম্প্রতি গণ অভ্যুত্থানের সময় পুলিশ গুলিতে নিহত রিকশাচালক মোহাম্মদ কামালের পরিবারের সহায়তা প্রদান করা শেষে ঢাকার নয়া পল্টনে সাংবাদিকদের বলেন বিএনপি নেতা বলেন, "তার এক মন্ত্রী একবার বলেছিলেন যে, তিনি কখনই তাঁর বাবার নাম ব্যবহার করে পালাবেন না।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া আর কোনো সাহসিকতা আমরা দেখিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তিনি পাঁচ বছর বিদেশে পালিয়ে ছিলেন।"
সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, "আপনি খুব ভালো করেই দেশের পরিস্থিতি জানতেন। আপনি জানতেন জনগণের ঢেউ আসবে। আমি আগেই বলেছিলাম, আপনার রাজসিংহাসন উল্টে যাবে, এবং আসলেই তা উল্টে গেছে। আপনি এখন আপনার বন্ধু রাষ্ট্রে পালিয়ে গেছেন।"
বিএনপির নেতা আরও বলেন, "যখন আন্দোলন সফল হওয়ার পথে, তখন রিকশাচালক কামালসহ আটজন নিহত হন। তারা গণতন্ত্রের রথের চাকার মতো।"