শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফ্রিল্যান্স ফটো সাংবাদিক ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিকসের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (১৮ আগস্ট) সকালে নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন । আদালত মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের দুই নম্বর আসামি করা হয়েছে।
এছাড়াও মামলার অন্যান্য আসামিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি নুর ইসলাম পাটোয়ারী, কোতয়ালী থানার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনসহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বিকেল সাড়ে ৩ টার দিকে গুলিতে নিহত হন আব্দুল্লাহ আল তাহির।