সারাদেশে নিকটস্থ সিএমএইচে জরুরি চিকিৎসা সেবা নিতে পারবেন আন্দোলনে আহত শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী শিক্ষার্থীরা সারাদেশে নিকটস্থ সামরিক হাসপাতালে (সিএমইচ) জরুরি চিকিৎসাসেবা (প্রয়োজনে আর্থিক সহায়তা) নিতে পারবেন। যেসব আহত ছাত্র এই সুবিধা চান তাদের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা (প্রয়োজনে আর্থিক সহায়তা) সেবা গ্রহণের জন্য সারা দেশব্যাপী নিকটস্থ সামরিক হাসপাতালের (সিএমইচ) উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো-
বরিশাল এরিয়া: ০১৭৬৯০৭২০৭২, ০১৭৬৯০৭২০৫৮,
সাভার এরিয়া: ০১৭৬৯০৯২০৭০, ০১৭৬৯০৯২০৫৮,
কক্সবাজার এরিয়া: ০১৭৬৯১০২০৭০, ০১৭৬৯১০২০৫৮,
বগুড়া এরিয়া: ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২০৫৮,
সিলেট এরিয়া: ০১৭৬৯১৭২০৭০, ০১৭৬৯১৭২০৫৮,
ঘাটাইল এরিয়া: ০১৭৬৯১৯২০৭০, ০১৭৬৯১৯২০৫৮,
চট্টগ্রাম এরিয়া: ০১৭৬৯২৪২০৭২, ০১৭৬৯২৪২০৫৮,
কুমিল্লা এরিয়া: ০১৭৬৯৩৩২০৭০, ০১৭৬৯৩৩২০৫৮,
যশোর এরিয়া: ০১৭৬৯৫৫২০৭০, ০১৭৬৯৫৫২০৫৮,
রংপুর এরিয়া: ০১৭৬৯৬৬২০৭০, ০১৭৬৯৬৬২০৫৮।
এর আগে, গতকাল রবিবার আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) জরুরি চিকিৎসা সেবা নিতে পারবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা। যেসব আহত ছাত্র এই সুবিধা চান তাদের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
চিকিৎসা নিতে আগ্রহীদের– ০১৭৬৯ - ০৫১৬৫২, ০১৭৬৯ - ০৫১৬৫৩, ০১৭৬৯- ০৫১৬৫৪, ০১৭৬৯ - ০৫১৬৫৭, ০১৭৬৯ - ০৫১৬৫৮ নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।