শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, চারুকলা অনুষদের ডিনদের পদত্যাগ
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বশির ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
সাম্প্রতিক বিক্ষোভের সময় নিপীড়কদের পক্ষ নেওয়া এবং নিজের দায়িত্ব পালনে অযোগ্য এমন অভিযোগে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাপক বশির পদত্যাগ করেন।
শিক্ষার্থীরা এও দাবি করেন- তিনি রমজান মাসে ক্যাম্পাসে কুরআন তেলাওয়াতে বাঁধা দিয়েছিলেন।
অধ্যাপক বশিরের পদত্যাগের পর শিক্ষার্থীরা তার অফিসে যান। সেখানে তার সামনে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত করেন। সেই সাথে অধ্যাপক বশিরের হেদায়াতের জন্য দোয়াও করেন তারা।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কলা অনুষদের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের দাবিতে ডিন কার্যালয়ে যান।
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল সাড়ে ৩টার দিকে পদত্যাগ করেন অধ্যাপক নিসার উদ্দিন।
অন্যদিকে আইন অনুষদের শিক্ষার্থীরাও তাদের অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান ড. রহমতুল্লাহর পদত্যাগর দাবিতে আন্দোলন করেছেন।
তার অনুপস্থিতিতে শিক্ষার্থীরা ডিন অফিস তালা মেরে সিলগালা করে দেয়।