দীপু মনি ও আরিফ খান জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
দীপু মনি ও আরিফ খান জয়কে আজ (২০ আগস্ট) আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জেল হোসেন
সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দীপু মনি ও আরিফ খান জয়কে গ্রেপ্তার করে আজ (২০ আগস্ট) আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জেল হোসেন।
এর আগে, সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। একইদিন (১৯ আগস্ট) রাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিফ খান জয়কে।