বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত
চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ (২১ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, "বিএনপির সাথে আলোচনায় বড় সুযোগ হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্থিতিশীল হবে, উন্নয়ন অব্যাহত থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানাই, প্রত্যাশা করি অল্পকিছু দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে।"
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি দীর্ঘদিন পর রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে প্রতিশ্রুতি তা অব্যাহত রাখবে।"
রাষ্ট্রদূত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চীনের বাংলাদেশের পাশে থাকার বিষয়টি জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব।
চীনের সাথে বিএনপির সম্পর্কে আরও গভীর হওয়ার ও পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ইয়াও ওয়েন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান।