সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও এমপি চৌধুরী শাওনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের
সাবেক বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় চৌধুরী শাওন কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা থেকে ২ দশমিক ২৯ কোটি টাকা এবং কাজের বিনিময়ে টাকা বা কাবিটা থেকে ৩ দশমিক ৫০ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন।
এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ২৬০ দশমিক ৩৯ মেট্রিক টন গম এবং ২৩৪ দশমিক ৩৩ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ রয়েছে।
এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। মন্ত্রী থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের বদলির বাণিজ্য করে অনিয়ম ও দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে বিশ্বব্যাংকের অর্থায়নে ০৫ বছর মেয়াদি ১ হাজার ৫০২ কোটি টাকার 'সুফল প্রকল্প'টিতে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক।
তার কথিত দুর্নীতির বিবরণ দিয়ে দুদক লিখেছে, মন্ত্রী ও তার ছেলে বিশ্বব্যাংকের অর্থায়নে 'সুফল প্রকল্পে' ১০ শতাংশ কমিশন দিয়ে ঠিকাদারদের কাজ দিয়েছেন এবং বিভিন্ন খাতে মিথ্যা খরচ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি ৮০-৯০ লাখ টাকার ঘুষের বিনিময়ে বন কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছেন বলেও জানিয়েছে দুদক।
এছাড়াও, পরিবেশ দূষণে মারাত্মক প্রভাব রয়েছে এরূপ তরল বর্জ্য সৃষ্টিকারী বিভিন্ন কল-কারখানায় ইটিপি পরিদর্শন না করেই তারা সার্টিফিকেট প্রদান করেন।
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুদকের তদন্তে সংস্থাটি আরও জানতে পারে, শাহাব উদ্দিন প্রায় ৭ কোটি টাকার বিনিময়ে বিএফডিআইসির তৎকালীন চেয়ারম্যানকে জমির বিনিময়ে রেজুলেশনে স্বাক্ষর করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কাছে হস্তান্তর করতে বাধ্য করেছিলেন।
উল্লেখ্য, সাবেক পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।