২৪ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে পারে বৃষ্টিপাত: এফএফডব্লিউসি
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রকাশিত বুলেটিনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্ব, পূর্ব এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
এছাড়া, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ফেনী, গোমতী, মুহুরি, হালদা ইত্যাদি নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এফএফডব্লিউসি বুলেটিনে আরও বলা হয়েছে, "ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানির স্তর হ্রাস পাচ্ছে, আর পদ্মা নদীর পানির স্তর স্থিতিশীল রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই সমস্ত নদীর পানির স্তর কমতে পারে।"
বুলেটিনে আরও যোগ করা হয়েছে, "দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির স্তর বৃদ্ধির প্রবণতা রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।"