সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার বিরুদ্ধে হত্যা মামলা উদ্বেগের: সম্পাদক পরিষদ
দেশের সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ একাত্তর টিভির সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তবে সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা সাংবাদিকতার বাইরে কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও উল্লেখ করেছে সম্পাদক পরিষদ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঠানো এক বিবৃতিতে অনৈতিক সাংবাদিকতা পরিহারের ওপরেও জোর দিয়েছে সম্পাদক পরিষদ।
পোশাক শ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় শাকিল-ফারজানা গ্রেপ্তারের পর তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ দুই সাংবাদিককে সম্প্রতি ঢাকা বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে পরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিল, অভিযোগ গঠন ও বিচার শেষ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনিকে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় তাদের ভাড়াবাসায় হত্যা করা হয়।
হত্যার সময় ওই দম্পতির সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ বাড়িতে ছিল।
১২ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্তকারী পক্ষ এখনও মামলার অভিযোগপত্র জমা দিতে পারেনি। সাতবার পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা।
আদালত মোট ১১১ বার অভিযোগপত্র দাখিলের সময়সীমা পিছিয়েছেন।
এদিকে ১৯ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিসে হামলারও নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।