বন্যার্তদের জন্য সরকারের আন্তরিকতার ঘাটতি নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
রাঙ্গামাটিতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি বানভাসীদের জন্য সবার কাছে সহযোগিতা কামনা করে বলেছেন, বন্যাদূর্গত মানুষের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিকতার কমতি নেই।
আজ শনিবার বিকেলে জেলার বাঘাইছড়ি উপজেলার এফ ব্লক, মধ্যমপাড়া এলাকা ও উপজেলা কমপ্লেক্সে পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন তিনি।
সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল মো. আব্দুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।