৩২ ঘণ্টা পর নিভেছে গাজী টায়ার কারখানার আগুন, ভবন ধসের আশঙ্কা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন ৩২ ঘণ্টা পর নেভানো গিয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটির কাঠামোগত স্থিতিশীলতা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তীব্র তাপ এবং ভবন ধসে পড়ার ঝুঁকির কারণে এখনও অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু করতে পারেননি। গাজী টায়ার ফ্যাক্টরির বাইরে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা উদ্বেগের সাথে অপেক্ষা করছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক প্রথম আলোকে জানান, "আগুন আজ ভোর ৫টার দিকে নেভানো হয়। তবে ভবনের অভ্যন্তরীণ অংশ এখনও অত্যন্ত গরম। মাঝে মাঝে আগুন আবার জ্বলে উঠছে। ধোঁয়া এখনও দেখা যাচ্ছে এবং তীব্র তাপের কারণে ভবনের মেঝে বিকৃত হয়ে গেছে এবং প্লাস্টার খসে পড়েছে, যা ধসের ঝুঁকি বাড়িয়েছে।"
ঝুঁকির কারণে ফায়ার সার্ভিস এখন অভ্যন্তরীণ অনুসন্ধান এড়িয়ে চলেছে। আনোয়ারুল হক বলেন, তারা বাইরে থেকে ছাদ পরিদর্শনের জন্য একটি টার্নটেবিল লেডার (টিটিএল) মেশিন ব্যবহার করেছেন। কিন্তু কোনও মৃতদেহ পাওয়া যায়নি। দিনের বেলায় ভবনের কিছু অংশ ধসে পড়ার কারণে নিরাপত্তার কথা চিন্তা করে ভবনের আশেপাশে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এই সময়ে কারখানার বিভিন্ন অংশে লুটপাটের খবর পাওয়া গেছে। নিখোঁজদের স্বজনরা দুই রাত ধরে কারখানার বাইরে অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের মৃতদেহ উদ্ধার করার আশায়।
প্রত্যক্ষদর্শী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা লুটপাটের সময় নিচতলায় ভবনটির প্রবেশমুখের সিঁড়িতে আগুন ধরিয়ে দিলে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়ে যায়।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশেষে গতকাল (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি।