শেখ হাসিনা, সাবেক এমপি-মন্ত্রী ও সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সাংবাদিকদের বিরুদ্ধে এবার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
৫ আগস্ট নিহত মিরপুর বিসিআইসি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র নাসিব হাসান রিয়ান পিতা আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগটিকে কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৮ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
অভিযুক্তের তালিকায় সবার প্রথমে রয়েছেন শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগ শাসনামলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মো. আনিসুল হক, হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মাদ আলী আরাফাত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে আছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবিপ্রধান হারুন আর রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এনটিএমসি'র মহাপরিচালক জিয়াউল আহসানসহ আরও অনেকে।
সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সাবেক বিচারক এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককেও অভিযুক্ত করা হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, আইনজীবী নিঝুম মজুমদার, অধ্যাপক মেজবাহ কামাল, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও অভিযুক্ত হয়েছেন।
সাংবাদিকদের মধ্যে অভিযোগ আনা হয়েছে নাঈমুল ইসলাম খান, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, আহমেদ যোবায়ের, তুষার আব্দুল্লাহ, সাইফুল আলম, নইম নিজাম, আবেদ খান, প্রভাষ আমিন, ফারজানা রুপা, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, জাহেদুল হাসান পিন্টু, মঞ্জুরুল ইসলাম, আশীস সৈকত, মানষ ঘোষ, প্রনব সাহা, মাসুদা ভাট্টি, মুন্নি সাহা, জ ই মামুন, স্বদেশ রায়, সোমা ইসলাম, শ্যামল সরকার, অজয় দাশ, আশরাফুল আলম খোকনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে নোবলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।