প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্টের সামনে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির
শুক্রবার (৩০ আগস্ট) থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, জাজেস কমপ্লেক্স ও সুপ্রিম কোর্টের প্রধান ফটকের কাছে এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় গণবিজ্ঞপ্তি জারি করেছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এর আগে ২৬ আগস্ট ডিএমপি অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও বাংলাদেশ সচিবালয়ের আশেপাশে সব ধরনের প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, গণমিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে। ওই রাতে আন্দোলনরত বাংলাদেশ আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরপরই এ নোটিশ আসে।