ভারত নিজেদের স্বার্থ হাসিলে শেখ হাসিনাকে ব্যবহার করতে পারে: রিজভী
ভারত তার নিজের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনাকে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
শেখ হাসিনাকে সমর্থন করার জন্য ভারতকে অভিযুক্ত করে রিজভী বলেন, ভারত যতক্ষণ পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাশে থাকবে, ততক্ষণ ভারতকে বন্ধু হিসেবে দেখার কোনো উপায় নেই।
তিনি বলেন, 'ভারতের আমাদের দেশ বা আমাদের জনগণের প্রয়োজন নেই। তাদের কেবল শেখ হাসিনাকে প্রয়োজন, যাতে তারা তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ পূরণ করতে পারে।'
রিজভী যোগ করেন, 'আমরা আন্দোলন করেছি, কিন্তু হাসিনার ভয়ে পিছপা হইনি। তিনি আমাদের কারাগারে পাঠিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে আমরা আবার আমাদের আওয়াজ তুলেছিলাম। আমরা কখনো পিছিয়ে যাইনি'।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।