আরো ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, আমার কাছে তথ্য আছে ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ইতোমধ্যে প্রবেশ করেছে। বিষয়টি নিয়ে দু-তিন দিনের মধ্যে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। কীভাবে এটা ঠেকানো যায়– সেই চেষ্টা আমাদের করতে হবে। বলতে দুঃখ লাগলেও, নীতিগতভাবে আমরা নতুন করে রোহিঙ্গা আশ্রয় দিতে পারছি না।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মির সাথে ব্যাক-চ্যানেলে বাংলাদেশের যোগাযোগ করার বিষয়ে তিনি বলেন, আমি এখনো তাই মনে করি। যোগাযোগ করা উচিত। তবে সরকারিভাবে কতটুকু সম্ভব সেটা বলা যাচ্ছে না। আমার কাছ থেকে এর চেয়ে বেশি উত্তর আশা করবেন না।
যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলসহ চলতি মাসে ঢাকা সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার বাংলাদেশ সফর প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর একটি প্রতিনিধি দল নিয়ে আসবেন তিনি। ডোনাল্ড লু'র সফর সংক্ষিপ্ত হলেও তার প্রতিনিধি দল বাংলাদেশে বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করবেন। প্রতিনিধিদলের সাথে মূলত দ্বিপাক্ষিক ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
তিনি আরো বলেন, মার্কিন প্রতিনিধিদলের সাথে র্যাবের ওপর স্যাংশন, কিংবা ভিসা পলিসি নিয়ে আলোচনা হবে না। আমাদের প্রায়োরিটি থাকবে অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে। সফরকালে ডোনাল্ড লু প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বৈরিতা প্রকাশ করছে কি-না এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, আমি একথা বলতে চাই না। কারণটা হচ্ছে আমরা এখন অস্বাভাবিক সময় পার করছি। এর মধ্যে কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতেই পারে। এর মধ্যে গত ১৫ দিনে পরিস্থিতির উন্নতি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে– আমরা সেটা বিচার করতে পারব।
তৌহিদ হোসেন বলেন, আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে সম্পূর্ণ ক্ষমা করা হয়েছে। আশা করি, তারা সেখানে কাজ করতে পারবেন। এটা মূলত প্রধান উপদেষ্টার অনুরোধের প্রেক্ষিতে সম্ভব হয়েছে। তবে আরব আমিরাতের পক্ষ থেকে প্রবাস প্রত্যাশীদের আইন-কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করা হয়েছে।