ভূমি মন্ত্রণালয়ে ‘ঘুষ’ কমায় যাদের কাজের প্রতি অনীহা, তাদের সতর্ক করলেন নাহিদ
ভূমি মন্ত্রণালয়ে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় যাদের কাজের প্রতি অনীহা তৈরি হয়েছে, তাদের সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, 'ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়া সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে। কাজেরও গতিও কমিয়ে দেওয়া হয়েছে।' এ অবস্থা থেকে বেরিয়ে না এলে সংশ্লিষ্টদের 'রিপ্লেসমেন্ট' এর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।
ওই পোস্টে তিনি লিখেছেন, 'ভূমি অফিসে কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।
তিনি আরও লিখেছেন, 'আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন, এখনও সময় আছে, সাবধান হয়ে যান। না হয় আপনাদেরও রিপ্লেসমেন্ট চলে আসবে।'