আশুলিয়ার পোশাক শ্রমিকরা মাসে অতিরিক্ত ২২৫ টাকা হাজিরা বোনাস পাবেন
আশুলিয়া অঞ্চলের পোশাক শ্রমিকরা হাজিরা বোনাস হিসেবে মাসে অতিরিক্ত ২২৫ টাকা পাবেন। এছাড়া টিফিন বিল বাবদ দৈনিক অতিরিক্ত ১০ টাকা করে দেওয়া হবে তাদেরকে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বিজিএমইএ, পোশাক শ্রমিক নেতৃত্ববৃন্দ ও আশুলিয়া অঞ্চলের কারখানা মালিকদের মধ্যে কয়েক ঘন্টার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজিএমইএ এর পরিচালক আশিকুর রহমান টিবিএসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিভিন্ন কারখানা নিজেদের সক্ষমতা অনুযায়ী শ্রমিকদের হাজিরা বোনাস দেয়। আশুলিয়া অঞ্চলের শ্রমিকেরা আগে যত টাকাই হাজিরা বোনাস পেতেন না কেন, এখন থেকে তারা অতিরিক্ত ২২৫ টাকা পাবেন।"
মূলত শ্রমিকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত হওয়ার জন্য প্রণোদনা হিসেবে হাজিরা বোনাস দেওয়া হয়।
এছাড়া কারখানাগুলো শ্রমিকদের টিফিনের জন্য ভিন্ন ভিন্ন অংকের টাকা টিফিন বিল হিসেবে দিয়ে থাকে। এর পরিমাণ নির্ভর করে কারখানা মালিকের সক্ষমতার ওপর।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আশুলিয়া অঞ্চলের পোশাক শ্রমিকেরা এখন থেকে টিফিন বিল বাবদ অতিরিক্ত ১০ টাকা করে পাবেন।