নতজানু না হয়ে দেশের স্বার্থে চোখে চোখ রেখে কথা বলার আহ্বান আসিফ মাহমুদের
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, 'নতজানু না হয়ে দেশের স্বার্থে অন্য রাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে।'
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে রাষ্ট্র সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, 'জনগণের ম্যান্ডেট না থাকায় আগের সরকার ছিল নতজানু। তারা অন্য দেশের সঙ্গে মাথা নিচু করে কথা বলত। এখন থেকে জনগণ যেমন চাইবে, তেমনই পররাষ্ট্রনীতি চলবে।'
'আমরা দেশের স্বার্থে মাথা উঁচু করে অন্য রাষ্ট্রের সঙ্গে কথা বলব,' বলেন তিনি।
সীমান্তে ভারতীয় বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, '...এখন আর আওয়ামী লীগের হয়ে কাজ করার সুযোগ নেই, এখন কথা বলতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে। সুতরাং এ দেশের জনগণের বুকে গুলি চালানো থেকে সরে আসতে হবে।'
বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার ভূমিকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'কুমিল্লার মানুষ শিখিয়েছে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। এ কুমিল্লা সারাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।'
৫৩ বছরের 'জঞ্জাল এক মাসে সরানো সম্ভব না' মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, 'তবে এবার দৃশ্যমান পরিবর্তন হয়েছে।... আগামীর বাংলাদেশ চলবে আপনাদের [জনগণ] রূপরেখায়।'
সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আবদুল কাদেরসহ অন্যান্য সমন্বয়ক বক্তব্য রাখেন।