আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
আগস্টে সারা দেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে ৪৭৬ জন নিহত ও ৯৮৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
এর বাইরে রেলপথে ১০টি ও নৌপথে ১৩টি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সর্বমোট ৪৯০টি দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত এবং ৯৮৯ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগস্টে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২১ জন নিহত ও ২৬১ জন আহত হয়েছে।
সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৯৩ জন আহত হয়েছে।
এ সময়ের মধ্যে শুধু ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় কমপক্ষে ২০৬ জন নিহত ও ২০১ জন আহত হয়েছে; যা মোট দুর্ঘটনার ৪১.৩২ শতাংশ, নিহতের ৪৩.২৭ শতাংশ এবং আহতের ২০.৪০ শতাংশ।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, সংগঠিত মোট দুর্ঘটনার ৪১.৫৪ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ৩৩.১৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষ ও ২২.০৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা। এছাড়া, ২.৫৬ শতাংশ বিবিধ কারণে, ০.৪২ শতাংশ ট্রেন ও অন্যান্য যানবাহনে সংঘর্ষ হওয়ার কারণে এবং ০.২১ শতাংশ দুর্ঘটনা চাকায় ওড়না পেঁচিয়ে যাওয়ার কারণে ঘটেছে।