নিউইয়র্কে ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা তৌহিদ ও জয়শঙ্করের
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের পর জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেন, "আজ (সোমবার) সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে একটি বৈঠক হয়েছে। আলাপচারিতায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর দৃষ্টি দিয়েছি।"
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টাও যোগ দিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর, এই প্রথম দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।