হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেপ্তার
জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম জানান, রিংকুকে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, রিংকু ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতিও ছিলেন।
শতাধিক নাটক নির্মাণ করেছেন রিংকু । সেসবের মধ্যে 'রঙিন আশা', 'পুতুলের সংসার', 'ইতিবৃত্ত', 'নরসুন্দরী', 'কবর', 'বন্ধন', 'ব্লগার মিতু', 'জাল', 'কাটুস', 'অতিরিক্ত', 'নোঙ্গর', 'রিকশা গার্ল' প্রভৃতি উল্লেখযোগ্য