‘বাংলাদেশের শাসনপদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে’: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশের শাসনপদ্ধতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'দানবে' পরিণত করেছে।
'আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা প্রদান করে, যা ক্ষমতাসীনদের দুর্নীতির দিকে ঠেলে দিতে পারে।,' বলেন তিনি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পেশাজীবী পরিষদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়ার পরও একটি রাজনৈতিক দল ক্ষমতার কেন্দ্রীকরণে দানবে রূপ নিতে পারে।'
দেশের নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগের প্রায় সবকিছুই সরকার প্রধানের নিয়ন্ত্রণে থাকে উল্লেখ করে তিনি বলেন, 'ফলে, সরকারের কাছে কারও জবাবদিহিতা থাকে না।'
কাদের বলেন, দেশের মানুষ আশা করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। তবে ভালো নির্বাচনের আগে সংবিধানসহ সব ক্ষেত্রে সংস্কার করা দরকার।
'আমরা চাই, ভবিষ্যতে কোনো সরকার যেন দানবে পরিণত না হয়,' বলেন জাতীয় পার্টির এ নেতা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 'আমাদের সন্তানেরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তারা গুলির সামনে বুক পেতে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। এত হত্যা ও নির্যাতনের পরও আমাদের সন্তানরা আন্দোলন থেকে পিছু হটেনি। তাদের আত্মত্যাগ বিফল হতে দেব না।'
তিনি বলেন, ছাত্রদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে ছিল, এবং জাতীয় পার্টি সবসময় সেই আন্দোলনের পক্ষে ছিল। ৩ জুলাই সংসদে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে বক্তব্য রেখেছিলেন।
'যখন সরকারের নির্দেশে ছাত্রদের ওপর গুলি চালানো হলো, জাতীয় পার্টি তার প্রতিবাদ করেছে এবং ছাত্রদের জীবনদানকে শ্রদ্ধার সঙ্গে জাতির বীরমুক্তিসেনা বলে আখ্যায়িত করেছে।'
তার নির্দেশে জাতীয় ছাত্র সমাজ [জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন, 'রংপুরে আমাদের ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে মামলা-হয়রানির মুখে পড়েছেন। রংপুরে আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছেন।'
তিনি জানান, জাতীয় পার্টি সর্বদা জনগণের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাকিবুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা রফিকুল আলম সেলিম, জাহিদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান।