জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যার ঘটনায় আরও ১ শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যা মামলায় আরও এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটককৃত শিক্ষার্থীর নাম মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।
গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তুরাগ থানার ধউর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই হত্যা মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হলো।"
এর আগে, শামীম মোল্লা হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় সাইফুলকে ৪ নম্বর আসামি করা হয়।
প্রসঙ্গত, ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার জেরে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট (প্রান্তিক গেট) এলাকায় জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে গণপিটুনি দেয় একদল শিক্ষার্থী।
পরে তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানেও দফায় দফায় মারধরের ঘটনা ঘটে। একই দিনে রাত সাড়ে ৮টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হলে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।