যুক্তরাজ্যের হাইকমিশনার সাঈদা মুনাকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ
সোমবার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে দ্রুত ঢাকায় ফিরতে বলেছে সরকার। সোমবার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মুনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ঢাকা সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতে আরও বলা হয়েছে, তার ও তার পরিবারের যাতায়াতের খরচ এবং অন্যান্য ভাতা বিধি মোতাবেক সরকার বহন করবে।